১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২০
শিরোনাম:

এইচএসসি’র ফলাফল ৩১ ডিসেম্বরের মধ্যেই প্রকাশের আশ্বাস : শিক্ষামন্ত্রী

ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান নেহাল আহমেদ বলেন, শিক্ষামন্ত্রী ৩১ ডিসেম্বরের মধ্যে এইচএসসি’র ফলাফল প্রকাশের কথা বলেছেন। নির্দেশনাটি বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টরা কঠোর পরিশ্রম করছে।

মাদরাসা বোর্ড চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ বলেন, টেকনিক্যাল কমিটি একটি প্রোগ্রাম তৈরি করেছে। নীতিমালার ডাটা প্রোগ্রামে অন্তর্ভুক্ত করলে দ্রুত ফলাফল তৈরি করা যাবে।

ফলাফল তৈরির নীতিমালা তৈরিতে গঠিত টেকনিক্যাল কমিটি সূত্র জানায়, প্রাথমিক (জেএসসি) ও মাধ্যমিকের (এসএসসি) পাঠ্যপুস্তকের আমুল পরিবর্তনের কারণে ফলাফল তৈরিতে জটিলতা সৃষ্টি হচ্ছে। দুটি সার্টিফিকের মধ্যে বাংলা-ইংরেজিসহ যেসকল বিষয়ের মিল রয়েছে সেগুলোতে বিভিন্ন ভাবে পয়েন্ট যোগের কাজ চলছে।