১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৮
শিরোনাম:

দেশে গৃহহীন প্রতিটি মানুষের ঠিকানা হবে, এটিই মুজিববর্ষের সবচেয়ে বড় উদ্যোগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বুধবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রামের নেভাল একাডেমিতে বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান ২০১৮ আলফা এবং ডিইও ২০২০ ব্রাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। ডিবিসি ও সময় টিভি

তিনি বলেন, অতীতের কোন সরকা সমুদ্র সম্পদ রক্ষায় তেমন কোন উদ্যোগ নেয় নি। দেশে গৃহহীন প্রতিটি মানুষের ঠিকানা হবে, এটিই মুজিববর্ষের সবচেয়ে বড় উদ্যোগ।

তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি বাহিনীর দক্ষতা বৃদ্ধি করেছে সরকার। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে যা যা দরকার আওয়ামী লীগ সরকার তা করেছে।

তিনি বলেন, বাংলাদেশ নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে। নিজস্ব শিপইয়ার্ডে যুদ্ধ জাহাজ নির্মাণ করা হবে সে লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে বঙ্গবন্ধুর জন্মশতবার্সিকীর আয়োজন সীমিত করা হয়েছে। ২০২১ স্বাধীনতার সুবর্ণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে যেখানে জনসমাগম হবে না