১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৮
শিরোনাম:

গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা

৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আসতে শুরু করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ডিবিসি টিভি ও বাংলানিউজ২৪

বেলা ১১টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কর্মসূচি শুরু হওয়ার পর নগরীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নেতাকর্মীরা যখন মিছিল সহকারে প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হন তখন পুলিশের সঙ্গে হালকা উত্তেজনা তৈরি হয়।

তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে নানা স্লোগান দেন। সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেলসহ ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন।

 

বিএনপি নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগ চেয়ে বক্তব্য দিচ্ছেন। তারা অবিলম্বে এ সরকারের পদত্যাগ দাবি করেন। সমাবেশে বিএনপির কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত রয়েছেন।