১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৯:১১
শিরোনাম:

এইচএসসি’র ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে

সংশ্লিষ্ট সূত্র জানায়, গেজেট প্রকাশ হলেও এ সপ্তাহে ফল প্রকাশ হবে এমনটি বলা যাবে না। পরামর্শক কমিটির সঙ্গে বসে তাদের গাইডলাইন নেওয়াসহ কিছু ফরমালেটিস বাকি আছে।

তবে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, সঠিক তারিখ বলতে না পারলেও খুব দ্রæত ফল প্রকাশের লক্ষ্যে আমরা নিরলস কাজ করছি। ফলাফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে সময় চেয়েছেন।

তিনি বলেন, প্রতিবার রেজাল্ট তৈরির পর তা প্রধানমন্ত্রীর হাতে পৌঁছে দেওয়া হয়। করোনার কারণে হয়তো এবার ভার্চুয়ালি পৌঁছে দেওয়া হবে। সেখানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি থাকবেন এবং ফল প্রকাশের বিষয়ে জানাবেন।

২৫ জানুয়ারি রাতে এইসএসসি’র ফল প্রকাশে গেজেট প্রকাশ করা হয়। এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, গেজেট প্রকাশের দুদিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।