১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৩
শিরোনাম:

মুজিব শতবর্ষ উপলক্ষে কবিতা। সোহেল মিয়া

হে বঙ্গবন্ধু

সোহেল মিয়া

হে বঙ্গবন্ধু

লাখো বীরের পায়তারা তুমি,
হে বঙ্গবন্ধু
তুমি বাংলার স্বাধীনতার পথ চলা,
তুমি বাংলায় এলে বীর হয়ে।
হে বঙ্গবন্ধু
তুমি আজও বেঁচে আছো লাখো বাঙালির মাঝে।
হে বঙ্গবন্ধু
তোমার সেই জ্বালাময়ী ভাষণ
যার দ্বারা পেলাম আমরা স্বাধীন বাংলা।
হে বঙ্গবন্ধু
তোমার সেই আহ্বান
৷ যার দ্বারা এগিয়ে আসলো লাখো বীর।
হে বঙ্গবন্ধু
তোমার সেই চেতনা
যার দ্বারা মুক্তি পেল বাঙালি জাতি।
বাঙালি জাতির পুরো বাংলা
৷ আজ যেন ভরে গেছে শত্রুর আলখাল্লায়।
হে বঙ্গবন্ধু
আজ যেন তোমায় আবার দেখা যায় বাংলায়
শত্রুর প্রতিরোধে
তোমার কন্ঠে উজ্জীবিত হলো
বাংলার সর্বকালের সেরা গান।
হে বঙ্গবন্ধু
আজও তুমি শিশু হয়ে খেলছ বাংলায়।
আজও তোমার অপেক্ষায় চেয়ে আছে লাখো                       বাঙালি জাতি।