১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:২৯
শিরোনাম:

রাজধানী আগারগাঁওয়ে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা বোর্ড ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ

সোমবার সকালে রাজধানী আগারগাঁওয়ে বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেছে বিভিন্ন পলিটেকিনিকের শিক্ষার্থীরা। করোনায় শিক্ষার ক্ষতি পোষাতে সেখানে তারা চার দফা দাবি জানিয়েছে। পরে পুলিশের হস্তক্ষেপে তারা সরে যান।

তারা বলেন, ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছি, সহিংসতা নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রয়োজনে সারাদিন কর্মসূচি পালন করবো।

শিক্ষার্থীরা বলেন, করোনায় দেশজুড়ে শিক্ষার্থী ও পরিবারের আর্থিক অবস্থার অবনতি হয়েছে। ফলে সেমিস্টার ও অতিরিক্ত ফি প্রদান অসম্ভব হয়ে পড়েছে। আর্থিক সংকটে অনেক শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা রয়েছে। প্রায় ১ বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্লাস ও পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীরা ২ সেমিস্টার পিছিয়েছে।

দাবিগুলো হলো: এক বছরের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেয়া; প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের জন্য সিলেবাস সংক্ষিপ্ত করে দ্রুত ক্লাস শুরু এবং সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়া; সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহার করা ও প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করা; এবং ডুয়েটসহ সব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করে তা চলতি বছরের মধ্যে কার্যকর করা।