১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:৪০
শিরোনাম:

সাকিবসহ আইপিএল প্লেয়ার ড্রাফটে বাংলাদেশের যে পাঁচ ক্রিকেটারের নাম যুক্ত হয়ে

আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে আইপিএলের ১৪ তম আসরের প্লেয়ার ড্রাফট। এই প্লেয়ার ড্রাফটে অংশ নিতে বাংলাদেশ থেকে নাম লিখিয়েছেন পাঁচ ক্রিকেটার। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন নিবন্ধন করা সেই ৫ ক্রিকেটার হলেন, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস ও সৌম্য সরকার।

ড্রাফটে অংশ নিতে সব মিলিয়ে নিবন্ধন করেছেন বিভিন্ন দেশের ১০৯৭ ক্রিকেটার। যেখানে ৮১৪ জন ভারতীয় এবং ২৮৩ জন বিদেশি ক্রিকেটার আছেন।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে থেকে সর্বোচ্চ ৫৬ জন নাম নিবন্ধন করেছেন ওয়েস্ট ইন্ডিজের। এ ছাড়া অস্ট্রেলিয়ার ৪২, দক্ষিণ আফ্রিকার ৩৮ জন, শ্রীলঙ্কার ৩১, আফগানিস্তানের ৩০ জন, নিউজিল্যান্ডের ২৯ জন, ইংল্যান্ডের ২১ জন, সংযুক্ত আরব আমিরাতের ৯ জন, নেপালের ৮ ও স্কটল্যান্ডের ৭ জন ক্রিকেটার থাকবেন এবারের নিলামে।