৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৮
শিরোনাম:

দৃষ্টিপ্রতিবন্ধী লতিফ জামালপুরে ছড়িয়ে দিচ্ছেন ধর্মীয় শিক্ষার আলো

ডেস্ক নিউজ: আলো নেই দুই চোখের। তাতে কি? জীবন সংগ্রামে পবিত্র কোরআনকে আপন করে নিয়েছেন, জামালপুরের আব্দুল লতিফ। আত্মনির্ভরশীল হয়ে এলাকায় ছড়িয়ে দিচ্ছেন ধর্মীয় শিক্ষার আলো।

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর চরপাড়া গ্রামের আব্দুল লতিফ জন্মগতভাবেই দৃষ্টিহীন। ১২ বছর বয়সে ভর্তি হন হাফেজিয়া মাদ্রাসায়। শুনে শুনে ৫ বছরেই সহি-শুদ্ধভাবে মুখস্থ করে ফেলেন কুরআন শরীফ।

দীর্ঘ ২২ বছর দেশের বিভিন্ন জায়গায় শিক্ষকতা শেষে ফিরে আসেন নিজ বাড়িতে। পরে ইসলামিক ফউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে চাকরি হয় তার। প্রতিমাসে এখন ছাত্র পড়িয়ে পাচ্ছেন ৫ হাজার টাকা। এতেই কোনরকমে চলছে তার সংসার।

শারীরিক ও মানসিক সব বাধা দূরে ঠেলে নিজেই চালিয়ে যাচ্ছেন জীবন সংগ্রাম। পাশাপাশি আলোকিত করছেন শিক্ষার্থীদের। চ্যানেল ২৪.কম