২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৮
শিরোনাম:

ওদের সমস্ত লজ্জা সরম ধুয়ে মুছে নিচে ফেলে দিয়েছে : রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদেরের আন্দোলনে নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। তবুও তাদের কোনো অনুশোচনা নেই। ওদের সমস্ত লজ্জা সরম ধুয়ে মুছে নিচে ফেলে দিয়েছে।

রুহুল কবির রিজভী আরও বলেন, সরকার আল জাজিরায় প্রচারিত খবর ঢাকতে দেশের শ্রেষ্ঠ সন্তানের খেতাব বাতিলের পাঁয়তারা করছে। এই খেতাব বাতিল হলে তারা অপমাণিত হবেন, জিয়াউর রহমানের কিছু হবে না। তিনি সুপ্রতিষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা।দেশের শ্রেষ্ঠ সন্তানদের খেতাব কেড়ে নিলে দেশের সম্মান ভূলুণ্ঠিত হয়। নিজেদের অপকর্ম ঢাকতে সরকার জিয়ার খেতাব কেড়ে নিতে চায় ।

তিনি বলেন, জনগণের আদালত সবচেয়ে বড় আদালত। এই আদালতের প্রধান বিচারপতি জনগণ। এই আদালতের সামনে আপনাদের দাঁড়াতে হবে, প্রস্তুত হন।

মঙ্গলবার জাতীয় প্রসক্লাবের সামনে জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের সহসভাপতি ডা. সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মেহেদী হাসান, যুগ্ম মহাসচিব ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ডা. এরফানুল হক সিদ্দিকী, ডা. শেখ ফরহাদ, ডা. দোলন, ডা. পারভেজ রেজা কাকন, ডা. সরকার মাহবুব আহমেদ শামীমসহ প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের মহাসচিব অধ্যাপক ডা. আবদুস সালাম।