৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৭
শিরোনাম:

চলমান পরীক্ষা নেওয়ার দাবিতে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।এসময় ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। ডিবিসি টিভি

শাহবাগ থানায় আটক সাত শিক্ষার্থীর নাম জানা গেছে। তারা হলেন- তেজগাঁও কলেজের কাউসার আহমেদ, তিতুমীর কলেজের হাসান আল মেহেদী, শাহ দিদার, সিদ্ধেশ্বরী কলেজের আল-আমিন মিনা, সাগর, খিলগাঁও মডেল কলেজের মো. সজল মিয়া এবং হাজী সেলিম কলেজের মিরাজুল ইসলাম। যেকোনো পরিস্থিতির মোকাবিলায় শাহবাগ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সময় টিভি

এদিকে চলমান পরীক্ষা নেওয়ার দাবিতে বরিশালে আন্দোলন করছে শিক্ষার্থী। নিউজ২৪ টিভি

চলমান পরীক্ষা নেওয়ার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করছে। শিক্ষার্থীদের অভিযোগ সময়মত পরীক্ষা নেওয়া না হলে তারা সেজনজটে পড়বে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা চলমান পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার, হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। আন্দোলনের ফলে চলমান ও ঘোষিত পরীক্ষাসমূহ শর্তসাপেক্ষে নেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।