৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৭
শিরোনাম:

ইসলামের খাদেম হতে চাই- আবরার

ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬-১৭ সেশনের কামরুম মুনীর আবরাব  দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা হতে ফাযিল (ডিগ্রি) শ্রেণিতে সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়েছেন।

বৃত্তি প্রাপ্ত আবরার নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামের পীর মুফতি রশিদ আহমেদের সুযোগ্য সন্তান।

কামরুম মুনীর আমাদের নতুন বার্তাকে বলেন, আমি যেন বড় হয়ে আমার পিতার মতো দ্বীন ও ইসলামের খেদমত করতে পারি। এবং ইসলামের সঠিক ইলেম অর্জন করে। সর্বদা মানুষকে দ্বীন ও ইসলামের দিকে দাওয়াত
দিতে পারি। আল্লাহ যেন আমাকে দ্বীনের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করেন।

আবরার আরও বলেন, আমার পিতা মুফতি রশিদ আহমেদ। ছোট সময় থেকে দেখে আসতেছি। তিনি কিভাবে মানুষের সুখ দুঃখে মানুষের পাশে থেকে দ্বীনের আলো পৌঁছে দিয়েছেন। আমি ও যেন বাবার আদর্শে আদর্শিত হয়ে। তার মতো দ্বীনের আলো মানুষের কাছে পৌছে দিতে পারি। সব সময় আল্লাহর কাছে দোয়া করি। এবং আপনাদের দোয়া পার্থনা করি।