২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪৮
শিরোনাম:

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে স্লোগানে মুখরিত প্রেসক্লাব চত্তর (ভিডিও)

বুধবার বেলা ১২টার দিকে এ সমাবেশ শুরু হয়। রাষ্ট্রীয় হেফাজতে লেখক মুশতাক আহমেদসহ সকল হত্যার বিচার ও ভিন্নমত, সমালোচনা, গণমাধ্যম দমনের ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এই নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে।

বক্তরা সরকারকে বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে যারা বন্দি আছে তাদের মুক্তি দেন, আর মৃত্যুর জন্য ক্ষমা প্রার্থনা করেন।

ভিপি নূর বলেন, সরকার বলছে জনগণের সেবক পুলিশ কিন্ত আমরা কাজে মিল দেখছি ন। তিনি বলেন, অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।

গণসংহতির জোনায়েদ সাকি বলেন, জনগণের ভয় কেটে যাচ্ছে, ভয় কেটে গেলে আপনাদের গদি থাকবে না।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার নয়, বাতিল চাই। পুলিশের উদ্দেশ্য বলেন, আমরা জানি কত লাখ টাকা দিয়ে আপনারা চাকুরি পেয়েছেন। আমরা ক্ষমতায় আসলে প্রতিটিা পুলিশ কনস্টেবল থেকে এসপি পর্যায়ে পদোন্নতি পাবেন। আপনাদের ছেলে মেয়েরা লেখাপড়ার সুযোগ পাবে। আপনাদেরকে তাবেদার বানিয়ে রাখা হয়েছে।

সমাবেশের সভাপতিত্ব করছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, অতিথি হিসাবে উপস্থিত আছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, নাগরিক ঐকের আহবাহক মাহমুদুর রহমান মান্না, গণসংহতির জোনায়েদ সাকি, সাবেক ভিপি নুরুল হক নুরসহ আরো অনেকে। সমাবেশে অংশ নিয়েছেন, সাধারণ ছাত্র অধিকার পরিষদসহ বামপন্থি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।