১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১১
শিরোনাম:

গজারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

নেয়ামূল হক নয়ন গজারিয়া প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে
তিন প্রতিষ্ঠানকে এক লক্ষ্য টাকা জরিমানা করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয় এর সহকারী পরিচালক, আসিফ আল আজাদ এর নেতৃত্বে মঙ্গলবার গজারিয়া উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক (গজারিয়া অংশে) তিনটি হাইওয়ে রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। জে এম আই রেস্টুরেন্ট , চড়ুইভাতি হাইওয়ে রেঁস্তোরা ও মেঘনা ভিলেজ হাইওয়ে ক্যাফেতে অভিযানে দেখা যায় রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে, একই ফ্রিজে কাঁচা মাছ মাংস ও রান্না করা খাবার সংরক্ষণ করা হচ্ছে। ডাস্টবিন রান্না ঘরে উন্মুক্ত ভাবে রাখা হচ্ছে। এছাড়া মেঘনা ভিলেজ হাইওয়ে ক্যাফেতে বিভিন্ন খাবারে ননফুডগ্রেড রং ব্যবহার করতে দেখা যায়।

নোংরা ও অপরিষ্কার থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুয়ায়ী জে এম আই রেস্টুরেন্টকে ৫০০০০/- (পঞ্চাশ হাজার) টাকা , চড়ুইভাতি হাইওয়ে রেঁস্তোরা কে ১৫০০০/(পনের হাজার) টাকা ও মেঘনা ভিলেজ হাইওয়ে ক্যাফেকে ৩৫০০০/- (পয়ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়। তিনটি রেস্টুরেন্টকে মোট ১০০০০০/-(এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। বাজার অভিযানের সহযোগীতা করেন মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার স্যানেটারী ইন্সপেক্টর, ফারহানা খান, অভিযানে নিরাপত্তা বিধানে গজারিয়া থানা পুলিশের বিশেষ একটি টিম নিয়োজিত ছিল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।