১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৪
শিরোনাম:

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ২৫ বাড়ি ভাঙচুর

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২৫টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকালে ওই উপজেলার ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের ব্রম্মপুর গ্রামে এ ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

গ্রামবাসী জানায়, ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের সঙ্গে জুলফিকার কায়সার টিপু নামে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার ব্রম্মপুরের পেঁয়াজ ক্ষেতে মামুনের সমর্থকদের ওপর হামলা করে টিপুর সমর্থকরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে মামুনের সমর্থকদের বাড়িঘরে হামলা করে প্রতিপক্ষ। ওই সময় তারা গ্রামের ২৫টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।

গ্রামের বাসিন্দা মিজানুর রহমান জানান, প্রতিপক্ষ তার দোকানের ফ্রিজসহ মালামাল ভাঙচুর ও লুটপাট করে।

শামীম হোসেন ও লাবণী আক্তার নামে আরো দুইজন জানান, তাদের মোটরসাইকেল ও বাড়ির আলমারি ভাঙচুর করে ১০ ভরি স্বর্ণালংকার লুটপাট করেছে প্রতিপক্ষ।

শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসিন হোসেন জানান, আধিপত্য বিস্তার নিয়ে ব্রম্মপুর গ্রামের দুইপক্ষ পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। তবে ওই ঘটনায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।