১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ভোর ৫:২২
শিরোনাম:

ডিজিটাল বাংলাদেশ বলেন ভালো কথা, ডিজিটাল আইনটা কিসের প্রশ্ন মির্জা আব্বাসের

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমাদের কথা বলার অধিকার চাই। দেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রার গ্যারান্টি চাই। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। এটুকু কথা বলতে গেলে আজকের শত অত্যাচার, চারদিকে গ্রেফতার নিপীড়ন।

এত ভয় কিসের? কাকে এত ভয়? যাকে ভয় পাবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে ইতোমধ্যে গ্রেফতার করে আটকে রেখেছেন। আর তারেক রহমান প্রবাসে আছেন।

মির্জা আব্বাস বলেন, নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের আরও শক্তি সঞ্চয় করতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন জিয়াউর রহমান। সংবাদপত্রের কথা বলার সুযোগ দিয়েছেন দেশনেত্রী খালেদা জিয়া। আমার সামনে অনেক সাংবাদিক ভাই আছেন। এতো সাংবাদিকের চাকরি হওয়ার কথা না। বাকশাল থেকে বের করে এনে আওয়ামী লীগের জন্ম ও সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে বিএনপি।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।