১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৭
শিরোনাম:

চাকরি নিয়মিতকরণের দাবি, এলজিইডি কর্মচারীদের বিক্ষোভ

স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) আওতায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নিয়ােগকৃত ৩৭৯৭ জনের চাকরি নিয়মিতকরণের দাবিতে প্রতিষ্ঠাটির সদর দপ্তরে কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে অবস্থান নিয়েছেন কর্মীরা। রোববার সকাল থেকেই তারা অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায়প্রাপ্ত ৭৫২৬ জন কর্মচারীদের মধ্যে শূন্যপদ সাপেক্ষে কয়েক ধাপে ৩৭২৮ জন নিয়মিত করে এলজিইডি। তবে বাকিদের নিয়োগ না দিয়ে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এতে করে অনেকে বঞ্চিত হয়েছেন তাই আন্দোলনে নেমেছেন।

আন্দোলনরত কর্মচারীরা আরো জানান, গত ৮-৯ বছরে প্রায় ৫০০০ জন কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন পদ শুন্য হয়েছে। এসব পদে নতুন করে নিয়ােগ দেয়া হলে আদালতের রায় বাস্তবায়নের সুযােগ থাকবে না।