১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৯:১০
শিরোনাম:

পরকীয়ার সম্পর্ক জেনে ফেলায় স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করেন স্ত্রী

পরকীয়ার সম্পর্ক জেনে ফেলায় স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করেন স্ত্রী। ভাড়া করেন কিলার। খুনি কৌশলে দেখা করেন টার্গেট ব্যক্তির সঙ্গে। সেখানে তাকে গুলিও করেন। কোনোমতে প্রাণে বেঁচে ভুক্তভোগী দ্বারস্থ হয় পুলিশের। হত্যার পরিকল্পনাকারী স্ত্রী, ভাড়াটিয়া খুনিসহ তিনজনকে গ্রেফতারের পর এমন দাবি পুলিশের। তারা বলছেন, এর জন্য দায়ী পারিবারিক কলহ আর সামাজিক অবক্ষয়।

৩১ ডিসেম্বর ২০২০। রাত ১২টার কিছুক্ষণ পর রাজধানীর দক্ষিণ বনশ্রীর এক বাড়ির মালিক ইফতেখারুল আলমের কাছে খিলগাঁও যাওয়ার রাস্তা জানতে চান এক ব্যক্তি। আগুন্তুক বন্ধুর খোঁজে এসে তাকে না পেয়ে ইফতেখারের বাসায় রাত্রিযাপন করার অনুরোধও জানান। অসম্মতি জানান ইফতেখারুল।

পরের দিন সকালে ওই একই ব্যক্তি আবারও দেখা করেন ইফতেখারুলের সঙ্গে। কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে ওঠার সময় পেছন থেকে পরপর দুটি গুলি করা হয় তাকে। দুটিই লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ছুরিকাঘাতে আহত হয় ইফতেখার। গুলি করার পর পালিয়ে যেতে দেখা যায় দুজনকে।

এ ঘটনায় খিলগাঁও থানায় মামলার পর তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে প্রথমে ইফতেখারুলের স্ত্রী জামিলা আক্তার অর্পাসহ দুজনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যে গ্রেফতার করা হয় তানভীর তনয়কে। তার কাছ থেকে উদ্ধার করা হয় দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল যেটি দিয়ে গুলি করা হয়েছিল।

পুলিশ বলছে অর্পা আর তানভীরের পরকীয়ার সম্পর্ক জানতে পারে অর্পার স্বামী। তাই তাকে খুনের পরিকল্পনা করা হয়। পরিকল্পনা বাস্তবায়নে এক লাখ টাকায় খুনি ভাড়ার পাশাপাশি ৪০ হাজার টাকা দেয়া হয় পিস্তল কিনতে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মূলত মেরে ফেলার জন্য প্রথমে ৪০ হাজার টাকা দেয় তারা। আরো একটা পরিকল্পনা ছিল যদি রাজুকে মেরে ফেলতে পারে তাহলে তার মোটরসাইকেলটি নূরকে দিবে। তারা নূরকে আরো প্রলোভন দেখায় (রাজু) হত্যার পর এক লাখ টাকা দেবে।

এ ঘটনার জন্য পারিবারিক কলহ আর সামাজিক অবক্ষয়কে দায়ী করছে পুলিশ।