১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:১৮
শিরোনাম:

সুনামগঞ্জের শাল্লায় হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় নয়: র‌্যাব ডিজি (ভিডিও)

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম পরিদর্শনে গিয়ে এ কথা বলেন। ডিবিসি ও সময় টিভি

র‌্যাবের ডিজি বলেন, ‘দেশে যখনই কোনো ঘটনা ঘটেছে সরকার দ্রুত সেই বিষয়ে ব‌্যবস্থা নিয়েছে।’ সন্ত্রাসী একটি চক্র শাল্লায় হিন্দুদের ওপর হামলা করেছে জানিয়ে তিনি বলেন, ‘এটা নিঃসন্দেহে নিন্দাজনক। এমন ঘটনা আমরা বরদাশত করবো না।’

নোয়াগাঁও গ্রামের বাসিন্দারে উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের আশস্ত করতে চাই। এ ঘটনা জানার পরপরই আমরা এখানে এসেছি। আমাদের হিন্দু ভাইয়েদের ওপর হামলা হয়েছে। এটা ন‌্যাক্কারজনক। এ ঘটনায় আমি লজ্জা পেয়েছি।’

একটি ফেইসবুকের পোস্টকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের সমর্থকরা সুনামগঞ্জের শাল্লার একটি গ্রামে হিন্দুদের বাড়িঘরে হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকালে উপজেলার নোয়াগাও গ্রামে ওই হামলায় ৬০-৭০টি বাড়িঘর ভাঙচুর ও আসবাবপত্র তছনছ করা হয় বলে পুলিশের ভাষ্য। খবর পেয়ে শাল্লা থানা পুলিশসহ ও দিরাই থেকে বিপুল সংখ্যক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন ওই হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। বিডিনিউজ২৪