১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০২
শিরোনাম:

নিজ শরীরে আগুন ধরিয়ে বার্ন ইনস্টিটিউটের কর্মচারীর আত্মহত্যা!

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অভ্যর্থনা সহকারী (অস্থায়ী) আজিজুল ইসলাম মিলন (৩০) আত্মহত্যা করেছেন। নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মঘাতী হন তিনি। মিলন শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১টায় কর্মস্থলের বাথরুমে হাসপাতালে ব্যবহৃত স্প্রিরিট গায়ে ঢেলে আগুন লাগিয়ে মিলন আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল এসব তথ্য জানান।

নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার পর মিলনের অন্যান্য সহকর্মীরা উদ্ধার করে তাকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজেই শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা সম্পর্কে জানা যাবে।’