৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৪
শিরোনাম:

পি কে হালদারের সহযোগী শুভ্রা রানী ঘোষকে বিমানবন্দর থেকে গ্রেফতার

দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় পি কে হালদারের সহযোগী ওয়াকামা ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক শুভ্রা রানী ঘোষকে বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২২ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য্য।

শুভ্রা রানী ঘোষ ৮৭ কোটি ৬০ লাখ টাকা আত্মসাৎ মামলার আসামি বলে জানা গেছে।

প্রণব কুমার জানান, পি কে হালদারের দুর্নীতির সংশ্লিষ্টতার অভিযোগে শুভ্রা রানী ঘোষকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। দুদক কর্মকর্তা গুলশান আনোয়ার তাকে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে পাঠানো হবে।

এর আগে গত ১৩ জানুয়ারি পি কে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে গ্রেফতার করে দুদক।