১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৭
শিরোনাম:

কোভিডে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত ২৮০৯, মৃত্যু ৩০, সুস্থ ১৭৫৪

সোমবার (২২ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে কোভিড শনাক্তের ৩৮০ তম দিনে গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ২১৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ২৫ হাজার ১১১ জনের। এখন পর্যন্ত ৪৪ লাখ ৩৪ হাজার ২৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট শনাক্ত ৫ লাখ ৭৩ হাজার ৬৮৭ জন। মোট মারা গেছেন ৮৭২০ জন।

মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৪ হাজার ১৫৯ জন। শনাক্তের হার ১১ দশমিক ১৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৩৭শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ। মৃতদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৫ জন নারী।