১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪০
শিরোনাম:

বাংলাদেশে এসে পশ্চিবঙ্গের নির্বাচনী প্রচারণা চালিয়েছেন মোদি, দাবি মমতার

শনিবার মোদিকে আক্রমণ করেন মমতা। নির্বাচনী বিধিভঙ্গ করায় মোদির ভিসা বাতিল হবে না কেন, সেই প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী । বাংলাদেশে একটি বিশেষ শ্রেণির মানুষের জন্য মোদী ভোট চাইতে গিয়েছেন বলেই অভিযোগ করেছেন মমতা। আনন্দবাজার

মমতা বলেন, ‘পশ্চিমবঙ্গের ভোটের সময় আপনি বাংলাদেশে কেনো? আপনি যদি ভোট চলাকালীন বাংলাদেশে একটি বিশেষ শ্রেণির মানুষের জন্য ভোট চাইতে যান, তাহলে আপনার ভিসা-পাসপোর্ট কেনো বাতিল হবে না? আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করব। কখনও বলছে বাংলাদেশ থেকে মমতা সব অনুপ্রবেশ করিয়েছে, আবার কখনও বাংলাদেশে গিয়ে মার্কেটিং করছে। কে ঠিক আর কে ভুল, তার জবাব চাই। নইলে যতদূর যাওয়ার আমরা যাব।’

মমতা বলেন, ‘ফেরদৌস নামে এক বাংলাদেশি ফিল্মস্টার এসেছিলো। ২০১৯ লোকসভায় আমাদের একটা র‌্যালিতে যোগ দিয়েছিলো। বিজেপি এসে সরকারের সঙ্গে কথা বলে ওর ভিসা বাতিল করে দেয়। আর প্রধানমন্ত্রী ভোট নোটিফিকেশন হওয়ার পরে বিদেশে গিয়ে ভোট নিয়ে কথা বললে কী হয়? আপনার জন্য সব ছাড়। আর অন্যদের জন্য নয়।’