১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৬
শিরোনাম:

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু, সকাল থেকে বিভিন্ন জেলায় দেড়শোর বেশি ইভিএম বিকল

বৃহস্পতিবার দ্বিতীয় দফার নির্বাচন শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই ভোটযন্ত্রে এই বিভ্রাট সৃষ্টি হয়। স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিট থেকে ৯টা ১২ মিনিট পর্যন্ত কেবল পূর্ব মেদিনীপুর জেলাতেই সবমিলিয়ে ৪৩টি এবং পশ্চিম মেদিনীপুরে ৫৬টি ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম) বিকল হওয়ার খবর মিলেছে। আনন্দবাজার

কোনো কোনো কেন্দ্রে ভোট শুরুর আগে থেকেই ইভিএম নষ্ট হওয়ার খবর পাওয়া যায়। এরমধ্যে দক্ষিণ ২৪ পরগনার একাধিক কেন্দ্র থেকে অসংখ্য অভিযোগ এসেছে।

ভোটের আগে থেকেই ইভিএমে ভোটগ্রহণের বিরোধীতা করে আসছে তৃণমূল। তবে বিজেপির পক্ষ থেকে কড়াভাবে এই বিরোধীতার সমালোচনা করা হয়।