১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০২
শিরোনাম:

রাজধানীর হাতিরঝিলে প্রাইভেটকারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

শনিবার সকালে আমবাগানে প্রাইভেটকারের ভেতরে শুয়া অবস্থায় ঝিলিক আলম (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বামী সাকিব আলমকে ঢাকা মেডিকেল থেকে আটক করা হয়েছে।

নিহতের স্বামী সাকিব আলম বলেন, সকালে গুলশানের বাসা থেকে বের হয়ে আমবাগান এলাকায় পৌঁছেলে চাকা ব্লাস্ট হয়ে গাড়ি ফুটপাতে উঠে যায়। এরপর ঝিলিক মারা যায়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাহলে তিনি কীভাবে মারা গেলেন? জানতে চাইলে তিনি রেগে গিয়ে বলেন, আমি কী জানি! এরপর তিনি উপস্থিত কারও কোনো প্রশ্নের সঠিক উত্তর দেননি। এসময় তিনি দাবি করেন মিরপুরের এমপি মো. ইলিয়াস মোল্লা তার নানা বলে জানান।

হাতিরঝিল থানার এসআই মো. গোলাম কুদ্দুস বলেন, সাকিব আলমের বাসা গুলশান-২ এর ৩৬ নম্বর রোডে। গাড়ি দুর্ঘটনা হলে তো মৃতের শরীরে কোনো চিহ্ন থাকার কথা। কিন্তু তার শরীরে কোনো চিহ্ন নেই। কী কারণে তিনি গুলশানের বাসা থেকে বের হয়েছিলেন সেটাও পরিষ্কার করে বলছেন না।