১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৮
শিরোনাম:

রুমিন ফারহানা এমপিকে জাতীয় সংসদের হুইপ হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি

শনিবার সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে সংরক্ষিত আসনে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে হুইপ করার আবেদনটি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ তথ্যটি জানান বিএনপির সংসদীয় দলের নেতা হারুনুর রশীদ।
এসময় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ, আমিনুল ইসলাম ও রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।

জানা যায়, হারুনুর রশীদ স্বাক্ষরিত আবেদন করা হয়েছে স্পিকারের কাছে।

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, ‘আমাদের যেহেতু সাত জন সংসদ সদস্য রয়েছে, সেই হিসেবে আমাদের সংসদকাজে সহযোগিতার জন্য একজন হুইপ থাকা দরকার বলে আমরা মনে করি। যার কারণে ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন দিয়ে স্পিকারকে চিঠি দিয়েছি। বিএনপির সংসদীয় দলের প্রধান হিসেবে আমার স্বাক্ষর এ এই চিঠি গিয়েছে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের এই আইনজীবী ২০১৯ সালের ২৮ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন-৫০ নং আসন থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন।

রুমিন ফারহানা ঢাকা আইনজীবী সমিতির সদস্য। তিনি আইন ও রাজনীতির পাশাপাশি বাংলাদেশি লেখক ও সাংবাদিক হিসেবে পরিচিত। এছাড়া বাংলাদেশ থেকে প্রকাশিত দৈনিক ইত্তেহাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক।

তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা অলি আহাদ রাজনীতিবিদ ও স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষাসৈনিক।

রুমিন ফারহানা হলিক্রস স্কুল থেকে মাধ্যমিক এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার স্নাতক সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের লিংকনস্‌ ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন।

 

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ