১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৭
শিরোনাম:

হেফাজত ইসলাম আগুন নিয়ে খেলছে, সংঘাতে সংঘাত বাড়ে যা কোনভাবেই কাম্য নয়: প্রধানমন্ত্রী

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন। ডিবিসি ও সময় টিভি

তিনি বলেন, এই তান্ডবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া।সেখানে বাস ট্রাক পোড়ানো হয়েছে। ছোট বাচ্চাদেরও সেখানে জড়িত করা হয়েছে, তাদের হাতে ধড়িয়ে দেওয়া হয়েছে ইট পাথর। তাদের বোঝা উচিত এক ঘোড়ায় আগুন লাগলে আরেক ঘোড়ায়ও লাগে।

প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম, ধর্মের নাম ধরেই এইসব জ্বালানো-পোড়ানো হয়। ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি অফিসসহ বিভিন্ন জায়গাই আগুন লাগানো হয়, এটা কোনভাবেই আমাদের কাম্য নয় ।

তিনি বলেন, কোন কিছু হলেই আওয়ামী লীগ, ছাত্রলীগকে দোষারোপ করা হয়।