১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪১
শিরোনাম:

রোজায় বাংলাদেশে গরিবরা পাবে বিনামূল্যে ১০ কেজি মোটা চাল, পাকিস্তানে সরকারি স্টোরে সবাই পাবে ৫টাকা কেজি বাঁশমতি চাল

আসন্ন রোজার ঈদের আগে এক কোটি ১০ হাজার পরিবারকে দশ কেজি (৪৫০টাকা) মোটা চালের দামের সমান আর্থিক সহায়তা দিচ্ছে সরকার। একই সময়ে পাকিস্তান ৫ টাকা কেজিতে বাশঁমতি চাল দিচ্ছে। বাংলাদেশ এরজন্য বরাদ্দ করেছে ¬৪৫০ কোটি ৪৫ লাখ টাকা। অন্যদিকে পাকিস্তান রোজায় ১৯টি নিত্যপণ্যে ভর্তুকি দিয়ে বিক্রিতে বরাদ্দ দিয়েছে প্রায় সমপরিমাণ টাকা। (৪বিলিয়ন রূপি)

ভিজিএফ কর্মসূচির আওতায় ৬৪ জেলার ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩টি এবং ৩২৮টি পৌরসভার জন্য ১২ লাখ ৩০ হাজার ৭৪৬টিসহ মোট এক কোটি নয় হাজার ৯৪৯টি ভিজিএফ কার্ডের বিপরীতে এ বরাদ্দ দেওয়া হয়েছে।

পাকিস্তানের জিও টিভির খবরে বলা হয়, পাকিস্তানের সরকার নিয়ন্ত্রিত ইউটিলিটি স্টোরগুলোতে রমজান উপলক্ষ্যে ১৯টি পণ্যে ভর্তুকি দেয়া হচ্ছে। এরমধ্যে বাঁশতি চাল প্রতিকেজি বিক্রি হবে ১০ রুপিতে। অর্থাৎ বাংলাদেশি টাকায় ৫ টাকা। খেজুর বিক্রি হবে ২৫ টাকা কেজি, ২০ কেজি আটার প্যাকেট বিক্রি হবে ৪০০ টাকায়, দেড় লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১২ টাকায়, ফলের রস ১ লিটার ১০ টাকায়, ১ লিটার দুধ ১০ টাকায় ও ঘি ১০০ টাকা কেজি দরে বিক্রি হবে।