১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৬
শিরোনাম:

রাজধানীর সরকারি ১০টি বেসরকারী হাসপাতালে ১৫ আইসিইউ শয্যা ফাঁকা: স্বাস্থ্য অধিদপ্তর

মঙ্গলবার করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানালেন অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সাব্রিনা ফ্লোরা। করোনা ডেডিকেটেড কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ১৩ খালি আছে ৩টি বেড, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ৬ বেড, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৯ বেড আর বিএসএমএমইউতে ১৬টি সব ক’টিতে রোগী রয়েছে।

কেবল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৯টি খালি আছে ১টি বেড আর রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে ফাঁকা নেই। অর্থাৎ, রাজধানীর সরকারি হাসপাতালগুলোর ১১৮টি আইসিইউ বেডের মধ্যে ফাঁকা রয়েছে মাত্র ১০টি।

রাজধানীর করোনা ডেডিকেটেড অধিদপ্তরের তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে মোট ৩০৭টি আইসিইউ বেডে রোগী ভর্তি আছে ২৮২ জন খালি রয়েছে ২৫টি।

এদিকে বেসরকারী হাসপাতালের মধ্যে আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ২২টি, আসগর আলী হাসপাতালে ১৭টি, স্কয়ার হাসপাতালে ১৫টি খালি আছে ৪টি, ইবনে সিনা হাসপাতালে ৭টি, ইউনাইটেড হাসপাতালে ১৪টি খালি আছে ৮টি, এভারকেয়ার হাসপাতালে ১৮টি, খালি আছে ৩টি, ইম্পালস হাসপাতালে ৫২টি, এএমজেড হাসপাতালে ১০টি আর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ৯টি মোট খালি আছে ২৫টি।