১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০১
শিরোনাম:

দেশের সকল সহিংসতার ঘটনায় আইনানুগ বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খাঁন আরও বলেন, বায়তুল মোকাররমে সংঘর্ষের মামলা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবে পুলিশ। বুধবার (৭ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিক একথা বলেন। নিউজ ২৪

তিনি বলেন, অপরাধ করলেই তার বিরুদ্ধে মামলা হবে এবং তা নিজ গতিতে চলবে। প্রভাবমুক্ত থেকে আইন অনুযায়ী কোর্ট তার বিচার করবে।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম বলেন, মামুনুল হকসহ অন্য যেসব নেতা-কর্মী জড়িত রয়েছে তার তদন্ত চলছে। তদন্ত করে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, জড়িতরা যতো বড় নেতা হলেও কাউকে ছাড় দেয়া হবে না। এই সংঘর্ষে কারা সরাসরি সম্পৃক্ত, মদদদাতা, অর্থদাতা, সবার ব্যাপারেই তদন্ত চলছে। আইন ও রাষ্ট্র বিরোধী কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে গ্রেপ্তারসহ শাস্তির আওতায় আনা হবে। সম্পাদনা: