১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:২০
শিরোনাম:

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছে নেই, বোর্ডকে পেশাদার হতে বললেন মাশরাফি

যমুনা টেলিভিশনের একটি সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, এখনো ক্রিকেট নিয়েই ভাবছি এবং ক্রিকেটের মধ্যেই বসবাস করছি। কিন্তু বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছে আপাতত নেই।

তিনি বলেন, বোর্ড এবং ক্রিকেটারদের মধ্যে যতো দ্বন্দ্ব তা নিয়ে সমালোচনা না করে বরং দু’পক্ষ বসে সমঝোতার মাধ্যমে সমাধান করা উচিত।

দল থেকে নিজের বাদ পড়া প্রসঙ্গে মাশরাফি বলেন, কোন খেলোয়ারকে বাদ দেওয়ার আগে এটা ভাবা উচিত যে বাদ দেওয়া এক জিনিস আর অসম্মান করা আরেক জিনিস। একজন খেলোয়ার হিসেবে আমি কখনোই চাইব না, আমার সাথে হয়েছে সেটা আবার অন্য কারো সাথে হোক।

উইকেটের পেছনে মুশফিকের সাম্প্রতিক বাজে পারফরমেন্স নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, মুশফিককে নিয়ে সিদ্বান্ত নেওয়ার অধিকার অবশ্যই টিম ম্যানেজমেন্টের আছে। এক্ষেত্রে মিডিয়ায় এসে বারবার মন্তব্য না করে বরং খেলোয়ারদের সাথে আলোচনা করে সিদ্বান্ত নেওয়া উচিত।