১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৮:২১
শিরোনাম:

একদিনেই প্রোটিয়া পাঁচ নারী ক্রিকেটারের করোনা নেগেটিভ!

২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের ৫ সদস্যের করোনা নেগেটিভ ফল এসেছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় তারা দেশে ফিরে গেছেন। দক্ষিণ আফ্রিকা বোর্ডের পক্ষ থেকে দাবি করা হয়, আগের দিনের টেস্টের ফলাফল ভুল ছিল।

এর আগে গতকাল সিলেট থেকে ঢাকায় আসেন বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী দলের ক্রিকেটাররা। এরপর রাতে জানা যায়, প্রোটিয়া নারী দলের ৫ সদস্য করোনা আক্রান্ত। তাদের ছাড়াই দলের বাকি ১৭ সদস্য দেশে ফিরে যান।

এদিকে, দেশজুড়ে করোনা পরিস্থিতির অবনতির কারণে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। এই সময় সব ধরনের ফ্লাইটও বন্ধ থাকবে। এই কারণে সিরিজের শেষ ম্যাচ স্থগিত করা হয়।

দেশে থাকা পাঁচ প্রোটিয়া নারীর নতুন করে কোভিড পরীক্ষা করা হয়। আগের পরীক্ষায় লিয়া জোনস, সিনালো জাফটা, বেনেতি, রবেইন সিয়ারলে এবং দলীয় ম্যানেজার মাতসিপি মারসিয়ার ফলাফল পজিটিভ আসলেও, দ্বিতীয়বার ফল নেগেটিভ আসায় তারা দেশে ফিরে গেছেন।