১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৭
শিরোনাম:

সাধারণ একটি পরিবারের সাথে ইফতার করলেন এরদোগান

গত বুধবার (১৪ এপ্রিল) রমজানের দ্বিতীয় রোজায় তুরস্কের রাজধানীর আঙ্কারার মামাক জেলায় বসবাসকারী সাধারণ একটি পরিবারের সাথে মাটিতে বসে ইফতার করেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান এবং তার স্ত্রী ফার্স্ট লেডি এমিন এরদোয়ান।

জানা গেছে, সাধারণ নাগরিকের বাড়িতে গিয়ে ইফতারে অংশগ্রহণ করেন এরদোয়ান। ইফতার শেষে এরদোগান দম্পতি পরিবারটির সঙ্গে বসে চা পান করে এবং গল্প করেন।
পরে শিশুদের উপহার দেন তিনি। তবে ইফতারিতে খাবার হিসেবে ছিল একদমই সাধারণ খেজুর, জয়তুন, পনির, ছোরবা (সুপ), রুটি (পিডা), মিষ্টি ও পানিসহ সামন্য খাবার।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণের মুহূর্তে যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানেরা বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামে অংশ নিচ্ছেন। তখন সাধারণ নাগরিকের বাড়িতে গিয়ে ইফতার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।