১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৪
শিরোনাম:

ফেসবুক আইডি’র জন্য থানায় পান্থ কানাই

সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে ভুয়া ও একই নামের অ্যাকাউন্ট বিভ্রান্তি নিয়ে আইনের দ্বারস্থ হয়েছেন সংগীতশিল্পী পান্থ কানাই। আজ রাজধানীর পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

পান্থ কানাইয়ের ভাষ্য, ‘আমি গান নিয়ে থাকি। ফেসবুকে মাঝে মধ্যে হাজির হই। বেশ কিছুদিন ধরে আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষী বলছেন, আমার নামে একই অ্যাকাউন্ট থেকে নানা ধরনের পোস্ট করা হচ্ছে। এমনকি মেসেজও পাঠানো হচ্ছে। বিষয়টি খুবই গুরুতর। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ধর্মীয়সহ স্পর্শকাতর নানা বিষয়ে আঘাত করা হচ্ছে। তাই আমি সচেতন নাগরিক হিসেবে আমার নিকটস্থ থানায় বিষয়টি অবহিত করলাম।’

এই গায়ক আরও বলেন, ‘বাংলায় ‘পান্থ কানাই’ প্রোফাইল ও ইংরেজিতে আমার পেজ আছে। আমার কিছু ভাইবোন বিভ্রান্তিতে পড়েছিল। তাই আমি নিজেই সার্চ দিয়ে দেখি পান্থ কানাই নামে প্রচুর অ্যাকাউন্ট। তারা নিয়মিত নানা ধরনের পোস্ট দেয়। আর এই নামটা একেবারেই আনকমন। তাই সহজেই সবাই ভাবতে পারেন, এগুলো আমার করা। তাই জিডিটি করলাম।’