১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:৫২
শিরোনাম:

স্কুল বন্ধ থাকায় অনিশ্চয়তায় কোটি শিক্ষার্থীর জীবন, বেড়েছে বাল্যবিবাহ

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দীর্ঘ সময়ে কয়েক কোটি শিক্ষার্থীর জীবন কাটছে অনিশ্চয়তায়। সন্তানের অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় বেড়েছে বাল্যবিয়ে। ঝরে পড়ার হারও ভাঙতে পারে সব রেকর্ড। এমন পরিস্থিতিতে, দরিদ্র শিক্ষার্থীদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ ইউনিসেফের।

ছুটিতে ছুটির ঘণ্টা। ঢং ঢং শব্দে স্কুল ছুটির ঘোষণা আসে না বছর পেরিয়েছে। বারান্দায় নেই কচি কণ্ঠের প্রতিধ্বনি। বন্ধের প্রতিটি দিনে অলেখাই রয়ে গেছে স্কুলের কতশত গল্প।

পরিসংখ্যান বলছে, স্কুলে যেতে না পারার আক্ষেপের সাথে বেড়েছে ঝরে পড়ার হার আর বাল্যবিবাহ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সময়ে নারী সন্তানের ভবিষ্যত চিন্তা আর প্রবাসী পাত্র হাতের কাছে পাওয়াও এর অন্যতম কারণ।

করোনায় শিক্ষার নেতিবাচক প্রভাব কাটাতে, দরিদ্র নারী শিক্ষার্থীদের নিয়ে এখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ ইউনিসেফের।

বিশ্লেষকদের মতে, এক বছরের বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্ষতি পোষাতে আসছে বাজেটে বাড়াতে হবে এ খাতের বিনিয়োগ।