১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৬
শিরোনাম:

আইপিএল বন্ধ করে অক্সিজেন কিনুন: শোয়েব আখতার

করোনাভাইরাসের ভয়াল থাবায় কঠিন সময় পার করছে ভারত। একদিকে মরদেহ দাহের স্থান সংকুলান হচ্ছে না, অন্যদিকে মহাসমারোহে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এমন পরিস্থিতিতে এ নিয়ে উঠেছে সমালোচনার ঝড়।

তবে আয়োজকরা নিজেদের সিদ্ধান্তে অটল। তারা জানিয়েছেন, করোনা পরিস্থিতি যেমনই হোক না কেন, আইপিএল আয়োজনে কোনো সমস্যা হবে না। বায়ো সিকিউর বাবলের মধ্যে থেকেই আয়োজন শেষ করতে চায় তারা।

এদিকে, আইপিএল আয়োজকদের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। করোনার ভয়াবহতা বিবেচনা করে আইপিএল বন্ধের পক্ষে মত দিয়েছেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক ভিডিওবার্তায় শোয়েব বলেছেন, ‘ভারত এখন ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাদের এখন আইপিএল বন্ধ করে দেয়া উচিত কারণ দেশটি পুড়ছে। পাকিস্তান সুপার লিগও (পিএসএল) হওয়া উচিত নয়।’

এছাড়া ভারতের বর্তমান অবস্থায় আইপিএলের চেয়ে অক্সিজেন ট্যাংক অধিক জরুরি। তাই আইপিএল বন্ধ করে, সেই টাকা অক্সিজেন কেনার পরামর্শ দিয়েছেন শোয়েব।

তিনি আরও বলেন, এখন অক্সিজেনেই বাঁচবে মানুষের জীবন। খেলাধুলার আপাতত প্রয়োজন নেই। আইপিএল এখন গুরুত্বপূর্ণ নয়। এটার পেছনে খরচ করা টাকাগুলো দিয়ে মানুষগুলোকে বাঁচান।

এ সময় নিজ দেশের মানুষদেরও সতর্ক করেন শোয়েব। যেকোন সময় পাকিস্তানেও মহামারির নতুন ঢেউয়ের ধাক্কা লাগতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। আগে থেকেই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শোয়েব আখতার।