১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৮:৪০
শিরোনাম:

গজারিয়ায় সাবেক র‌্যাব সদস্যর বাড়ি হতে ডাকাতির মালামাল উদ্ধার ,আটক ২

নেয়ামূল হক নয়ন গজারিয়া প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামের সাবেক র‌্যাব সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতির বাড়ি হতে  সকাল ছয় ঘটিকার সময় গাজীপুর জেলার কালিয়াকৈর থানার ডাকাতি মামলার আসামীর স্বীকারোক্তি তে এই মালামাল ও গজারিয়া থানার পুলিশের সহযোগিতায় প্রায় ৫২টি বড় ব্যাটারি ও ২ টন তামার তার উদ্ধার সহ দুইজনকে আটক  করা হয়েছে।
উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
আটককৃতরা হলেন মোঃ শাহীন (৩০) পিতা: মনু মিয়া, খোকন (৫০) পিতা: ইসলাম মিয়া, সর্ব সাং আনারপুরা বলে জানা গেছে।
কালিয়াকুর থানার এস আই ভজন চন্দ্র দাস ও সঙ্গীয় ফোর্স নিয়ে ভবেরচর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহ আলম ও তার স্ত্রীর বড় ভাই খোকনের পরিত্যক্ত দোচালা ঘর হতে এই ডাকাতি মামলার মালামাল উদ্ধার করে।
আসামি শাহীনকে আটক করার পর তার স্বীকারোক্তিতে  ডাকাতির মালামাল এই সাবেক র‌্যাব সদস্য খোকন ও শাহ আলমের ঘর চিহ্নিত করে দিলে পুলিশ ডাকাতির  মালামাল উদ্ধার ও আসামি ২ জন কে আটক করে গজারিয়া থানায় নিয়ে আসা।
গজারিয়া থানা হতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মালামাল ও আসামিসহ কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে গজারিয়া থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে।