৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৮
শিরোনাম:

দর্শনা দিয়ে দেশে ফিরলেন ভারতে আটকে পড়া ৫৭ জন যাত্রী

বৈধ পথে ভারতে চিকিৎসার জন্য যাওয়া আটকে পরা বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা দ্বিতীয়দিনে ৫৭ জন ফিরেছে। এক জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন তাকে আইসোলেশনে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

দর্শনা ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল আলীম জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা করোনা নেগেটিভ রিপোর্ট ও দূতাবাসের এন ও সি সনদসহ বৈধ কাগজপত্র জমা দিলেই শুধু তাদেরকে নেওয়া হচ্ছে। সোমবার প্রথমদিন সন্ধ্যায় মাত্র ১১ জন ফিরলেও আজ মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত দেশে প্রবেশ করেছে নারী পুরুষ মিলে ৫৭ জন। এর মধ্যে ৫৬ জনের নমুনা পরীক্ষায় নেগেটিভ আসলেও বি. বাড়িয়ার নাসিরনগর থানার বুকারনি গ্রামের ওয়াহেদ মিয়ার কন্যা সাবিনা খাতুনের নমুনা পরীক্ষার করোনা রিপোর্ট আসে পজিটিভ।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা এ এস এম মারুফ হাসান দর্শনা চেকপোস্টে পরিদর্শন করেন ও সাবিনা খাতুনকে আইসোলেশনে পাঠানোর নির্দেশ দেন। বাকি ৫৬ জনের মধ্যে চাঁদপুর জেলার ৫ জন, বগুড়ার ৩ জন, নারায়ণগঞ্জের ৩ জন, যশোরের ২ জন, কুমিল্লার ৩ জন, কুষ্টিয়ার ২ জন, কক্সবাজারের ৩ জন, মানিকগঞ্জের ২ জন, নরসিংদীর ২ জন, টাঙ্গাইলের ২ জন, রংপুরের ২ জন, রাজবাড়ির ২ জন, ঝিনাইদহের ৩ জন, নওগাঁও এর ২ জন, মেহেরপুরের ২ জন, চট্টগ্রামের ২ জন, জয়পুরহাটের ২ জন, নোয়াখালীর ৩ জন, খুলনার ৩ জন রয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার জানান, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রায় সাড়ে তিন শ বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আসতে পারবে, তাদের জন্য দামুডহুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চুয়াডাঙ্গা নার্সিং ইন্সটিটিউটে ১৪দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা ভারতে চিকিৎসার জন্য গিয়েছিল। করোনার কারণে দেশে লকডাউন দিলে সীমান্ত বন্ধ হয়ে পড়লে, তারা আটকা পড়ে যায়। পরে চলতি মাসের ১২ মে তারিখ দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টসহ দেশের ৩টি স্থল পথে বাংলাদেশিদের ফেরত নেওয়ার সিদ্ধান্ত হয়।