৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৬
শিরোনাম:

দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে দুইটি পরিবর্তন আনা হয়েছে। মোহাম্মদ মিঠুনের পরিবর্তে খেলবেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া পেসার তাসকিন আহমেদের বদলে দলে অভিষেক হবে শরিফুল ইসলামের।

এর আগে প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। আজকের ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে তামিম বাহিনীর।

 

বাংলাদেশে একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ:

কুশল পেরেরা (অধিনায়ক), ধানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, নিরোশান ডিকওয়েলা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ওয়ানিন্দু হাসারঙ্গা, লাকসান সান্দাকান, ইসুরু উদানা ও দুশমান্থ চামিরা।