১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:২৯
শিরোনাম:

১৩ জুন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বুধবার (২৬ মে) দুপুর ১২টায় ভার্চুয়ালে একথা জানান। তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের স্কুল-কলেজ খুলে দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। যমুনা টিভি

তিনি বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠানকে আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল। তারা সেগুলো যথাযথ পালন করেছে। এখন শুধু সব সময়ের অপেক্ষা। সময় টিভি

তিনি বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে শিক্ষাকার্যক্রম ব্যাহত হওয়ায় আগামী ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে।

২০২১ সালে এসএসএসি পরীক্ষার্থীরা ৬০ দিন এবং এইচএসসি পরীক্ষার্থীরা ৮৪ দিন ক্লাসের পর পরীক্ষায় অংশ নেবে। ২০২২ সালের পরীক্ষার্থীরা যথাক্রমে ১৫০ দিন ও ১৮০ দিন ক্লাস করবে। তারপর পরীক্ষায় অংশ নেবে।