৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫১
শিরোনাম:

নান্দনিক ডাক ভবনটি বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নির্মাণের পর দুই বছর ধরে পড়ে থাকা বহুতল ডাক ভবনের আনুষ্ঠানিক যাত্রা অবশেষে শুরু হচ্ছে। ডাক ভবনটি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত।

সকাল ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নবনির্মিত ভবনটি উদ্বোধন করবেন। আগারগাঁওয়ে ডাক ভবনে অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন এবং ডাক অধিদফতরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন অনুষ্ঠানে যুক্ত হবেন।

নবনির্মিত ডাক ভবনটিতে সুসজ্জিত ও সমৃদ্ধ লাইব্রেরি, আধুনিক পোস্টাল মিউজিয়াম, সুপরিসর অডিটোরিয়াম, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, মেডিকেল সুবিধা, অগ্নিনির্বাপক ব্যবস্থা, সার্বক্ষণিক ওয়াইফাইসহ অন্যান্য তথ্যপ্রযুক্তিগত সুবিধা রাখা হয়েছে।

ডাকবাক্সের আদলে ১৪ তলাবিশিষ্ট দৃষ্টিনন্দন ভবনটির কাজ ২০১৯ সালে শেষ হয়েছিল। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছিল ৯২ কোটি টাকা। কিন্তু দীর্ঘ দুই বছর ধরে ডাক ভবনটি অব্যবহৃত

ডাক ভবন উদ্বোধনে ডাক অধিদপ্তরের জন্য ঐতিহাসিক এই ক্ষণ স্মরণীয় রাখতে একটি বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন।