১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৯
শিরোনাম:

ঢাবি ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ, সভাপতিসহ আহত ২০ নেতাকর্মী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখার আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব বলেন, খাবার ও শিক্ষাসামগ্রী বিতরণ কার্যক্রমের সময় এ হামলার ঘটনা ঘটে। এতে ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হন।

মঙ্গলবার দুপুরে টিএসসির জনতা ব্যাংকের সামনে এ হামলার ঘটনা ঘটে। ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন বলেন, আমাদের নির্ধারিত কর্মসূচি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে টিএসসি ও টিএসসি সংলগ্ন এলাকায় অসহায়দের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্দেশ্যে আমরা টিএসসিতে দাঁড়ালে ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান পিকুলের নেতৃত্বে আমাদের উপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মী।

রাকিব বলেন, পিকুলের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসহ হামলা করে। আহতদের মধ্যে শুধুমাত্র ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে ২০ জনের বেশি চিকিৎসা নিচ্ছে।

আহতদের মধ্যে রয়েছে কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, ঢাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, জহির উদ্দিন আহমেদ, আবু জাফর, শাহজাহান শাওন, মোস্তাফিজুর রহমান রুবেল, মিয়া মো. রাসেল, যুগ্ম-আহ্বায়ক, আরিফুল ইসলাম, ঢাবি ছাত্রদলের সদস্য মো. তরিকুল ইসলাম তারিক, রিয়াজ আনোয়ার হোসেন, ফারহান আরিফ, রাজু আহম্মদ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহ মান হল শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান খান, মাস্টারদা সূর্যসেন হল শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান।

এ ঘটনার পর ছাত্রলীদের নেতাকর্মীরা ক্যাম্পাসে মোটরসাইকেল শোডাউন ও মিছিল করেছে।