৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৪
শিরোনাম:

আবারও টিসিবির পণ্য বিক্রি শুরু

আবারও ট্রাকে করে রোববার (০৬ জুন) থেকে ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

টিসিবি থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, সারাদেশে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে সেলের ডিলার পয়েন্টগুলোতে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করা হবে। করোনা পরিস্থিতিতে এ কার্যক্রম চলবে ১৭ জুন পর্যন্ত।

টিসিবির ট্রাক থেকে চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৫৫ টাকায় এবং সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকায় বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি চিনি, দুই কেজি ডাল ও পাঁচ লিটার তেল কিনতে পারবেন।

শনিবার (৫ জুন) টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির এক বিবৃতিতে এ তথ্য জানান।