৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৩
শিরোনাম:

প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

ব্যবধানটা বড় হচ্ছে না, তবে জয়ের দেখা মিলছে। এই সুখে কোপা আমেরিকাতে এগিয়ে চলেছে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা।

ব্যবধানটা বড় হচ্ছে না, তবে জয়ের দেখা মিলছে। এই সুখে কোপা আমেরিকাতে এগিয়ে চলেছে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা। উরুগুয়ে ম্যাচের মতো প্যারাগুয়ের বিপক্ষেও একই কৌশল অবলম্বন করেছে তারা। এবারও ধরা দিয়েছে সফলতা। প্যারাগুয়েকে হারিয়ে কোপার কোয়ার্টার ফাইনালে উঠে গেছে লিওনেল স্কালোনির দল।

মঙ্গলবার সকালে ‘এ’ গ্রুপের ম্যাচে ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে ম্যাচের দশম মিনিটে একমাত্র গোলটি করেন আলেহান্দ্রো গোমেজ। তার গোলে চার ম্যাচ পরে প্যারাগুয়ের বিপক্ষে জয় পেল আর্জেন্টিনা।

ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেছিলেন, প্যারাগুয়ে খুব অস্বস্তিকর ও কঠিন প্রতিপক্ষ। ম্যাচে সেটাই প্রমাণ করেছে প্রতিপক্ষ দলটি। পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে বেশ এগিয়ে ছিল প্যারাগুয়ে। ৫৭ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখে তারা। আক্রমণেও আর্জেন্টিনাকে ছাপিয়ে গেছে তারা।

ম্যাচে গোলমুখে ১০টি শট নিয়েছে প্যারাগুয়ে, এর মধ্যে ২টি ছিল লক্ষ্যে। আর্জেন্টিনার নেওয়া ৮টি শটের মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। প্যারাগুয়ে কতোটা বল চাপিয়েছে, সেটা প্রমাণ কর্নার। প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিয়ে ৯টি কর্নার আদায় করে তারা। আর্জেন্টিনা কর্নার পেয়েছে মাত্র ২টি।

সব মিলিয়ে আর্জেন্টিনা জয় পেলেও তাদেরকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল প্যারাগুয়ে। দারুণ কিছু আক্রমণ সাজিয়ে আর্জেন্টিনার ডিফেন্সকে কাঁপিয়ে দেয় তারা। শুরুর দিকেই গোল পাওয়া আর্জেন্টিনা সময় গড়নোর সাথে সাথে লিড ধরে রাখায় মনোযোগ দেয়। বাকি সময়ে অনেক চেষ্টায়ও সমতায় ফেরা হয়নি প্যারাগুয়ের।

একাদশে ছয়টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচের পর স্কালোনি জানান, খেলোয়াড়দের শারীরিক অবস্থা নিয়ে চিন্তা করতে হয়েছে তাকে। তবে এটাও স্বীকার করে নিয়েছেন, দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ে দারুণ খেলেছে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলেও অনেক জায়গায় উন্নতি করতে হবে বলে মনে করেন আর্জেন্টাইন এই কোচ।

স্কালোনি বলেছেন, ‘আজ খেলোয়াড়দের ‘ফিজিক্যাল কন্ডিশন’ নিয়েই আমাকে বেশি চিন্তা করতে হয়েছে। খেলার মতো যথেষ্ট ভালো অবস্থা ছিল না। দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ে বেশি ভালো খেলেছে। আমাদের অনেক জায়গায় উন্নতি করতে হবে।’ গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২৯ জুন বলিভিয়ার মুখোমুখি হবে কোপার ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।