২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৬:২১
শিরোনাম:

মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্নার স্থাপন না করলে জুলাই থেকে এমপিওভুক্তি নয়

বঙ্গবন্ধু কর্নার স্থাপনে মাদ্রাসা সভাপতি, অধ্যক্ষ, সুপার, ইবতেদায়ী প্রধানগণকে এ বিষয়ে ১ জুন নির্দেশনা দেওয়া হলেও এখন পর্যন্ত অনেক প্রতিষ্ঠান থেকে এ সংক্রান্ত তথ্যাদি না পাওয়ায় এমন নির্দেশনা দেয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

নির্দেশনায় বলা হয়, বঙ্গবন্ধু কর্নার স্থাপনপূর্বক সচিত্র প্রমাণক এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার অথবা জেলা/উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রত্যয়ন এর হার্ডকপি ৩০ জুনের মধ্যে দাখির করতে হবে।

অধিদপ্তরের মহাপরিচালক কে এম রুহুল আমীন জানান, তথ্যাদি পাওয়া না গেলে ১ জুলাই থেকে এসকল প্রতিষ্ঠানের আবেদনপত্র দাখিল করা হলেও তা বিবেচনা করা হবে না। ২১জুন এ বিষয়ে নোটিশ জারি করা হয়েছে। বঙ্গবন্ধু কর্নার স্থাপনের সরকারি নির্দেশনাটি শতভাগ মাদ্রাসা প্রতিষ্ঠানে বাস্তবায়নের লক্ষ্যে আমরা এ পদক্ষেপ নিয়েছি।

নোটিশে বলা হয়, এসকল প্রতিষ্ঠান থেকে এমপিও/বিএড/বিএমএড/উচ্চতর গ্রেড/বদলি/পুনরায় নিয়োগ/পদোন্নতি/বকেয়া/ইনডেক্স ডিলিট, ডিজির প্রতিনিধি মনোয়ন, জন্ম তারিখ, নাম ও হিসাব নাম্বার সংশোধনসহ অন্যান্য বিষয়ে অনলাইনে বা সরাসরি আবেদন করা হলে তা বিবেচনা করা হবে না।