১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০:১৮
শিরোনাম:

কোরবানির পশু পরিবহনে বিশেষ ট্রেন, প্রতি কিমি ভাড়া ২০ টাকা

কোরবানির পশুর নিরাপদ পরিবহন ও করোনা সংকট সামনে রেখে দেশব্যাপী চাহিদা অনুযায়ী বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলপথ মন্ত্রণালয়। খামারিদের তালিকা প্রস্তুতকরণের মাধ্যমে সিডিউল প্রস্তুত করা হবে।

এর আগে শুধু জামালপুর থেকে ঢাকাগামী দু’টি বিশেষ ট্রেন চালু ছিল ঈদে পশু পরিবহনের জন্য। এবার করোনা সংকটে লকডাউনের মধ্যেও যাতে সারাদেশে গরু সরবরাহ নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে সারাদেশে চাহিদা অনুযায়ী গরু পরিবহনে বিশেষ ট্রেন চালু করা হবে।

যেমন কুষ্টিয়া থেকে যদি একটা গরু ঢাকায় পরিবহন করা হয় তবে সেক্ষেত্রে কিলোমিটার প্রতি ২০ টাকা হারে ভাড়া দিতে হবে গরুর মালিককে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ বলেন, লকডাউনেও যাতে গরু পরিবহনে কোনো সমস্যা না হয় সেজন্য চাহিদা অনুযায়ী বিশেষ ট্রেন ব্যবস্থা করা হবে। ঈদের আগ মুহূর্তে এই সেবা চালু হবে খামারিদের চাহিদা অনুযায়ী। আমরা রেলপথে সারা দেশে চাহিদা মতো বিশেষ ট্রেন চালু করবো।