১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১২:০৬
শিরোনাম:

সৌদিতে ২৪৫ জন জেলবন্দি বাংলাদেশী নাগরিকদের মুক্তির জন্য বাংলাদেশের রাষ্ট্রদূতের আবেদন 

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি : সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) গতকাল ২৯ জুন ২০২১ তারিখে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের গভর্নর প্রিন্স সৌদ বিন নায়েফ আল সৌদ এর সাথে সাক্ষাৎ কালে পূর্বাঞ্চলীয় প্রদেশের বিভিন্ন জেলে বন্দী প্রায় ২৪৫ জন বাংলাদেশী নাগরিক রয়েছে তা উল্লেখ করে তাদের মধ্যে কেউ ক্ষমার যোগ্য হলে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করার জন্য গভর্নরকে বিশেষ অনুরোধ  করেন এবং  সৌদি আরবে কর্মরত নারী গৃহকর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানে তার সহায়তা চান ।

সৌদি কফিল হতে পালিয়ে আসা নারী গৃহকর্মীদের ডিপোর্টেশন সেন্টার অথবা সেইফ হাউজে জায়গা প্রদান ও হাসপাতালের মর্গে সংরক্ষিত অবৈধ বাংলাদেশীদের মৃতদেহের ফি মওকুফের জন্য রাষ্ট্রদূত গভর্নরকে বিশেষ অনুরোধ জানান। করোনা পরিস্থিতির কারণে অসংখ্য  শ্রমিক সৌদি আরবে চাকুরিচ্যুত হয়ে অবৈধ হয়ে পড়ে, তাদেরকে বাংলাদেশ ফিরে যাওয়ার ক্ষেত্রে ফাইনাল এক্সিটের আবেদনের প্রেক্ষিতে ফাইনাল এক্সিট প্রদান করাসহ দ্রুত সম্পন্ন  করাও আবেদন করে  l পাশাপাশি  অবৈধ অভিবাসীদের দেশে ফিরে যাওয়ার বিষয়টি দ্রুত সম্পন্ন করতে গভর্নরকে অনুরোধ করেন।

সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামে অবস্থিত বাংলাদেশ কমিউনিটির স্কুলের স্থায়ী ভবন নির্মাণের জন্য জমি ক্রয়ের বিষয়ে রাষ্ট্রদূত গভর্নরের সার্বিক  সহায়তা কামনা করেন। এছাড়াও রাষ্ট্রদূত পূর্বাঞ্চলীয় প্রদেশের পুলিশ প্রধান মেজর জেনারেল আবদুল্লাহ বিন মোহাম্মদ আল কুরাইশ এর সাথে সাক্ষাৎ করেন।

রাষ্ট্রদূত এ সময় সেখানে বসবাসরত বাংলাদেশী গৃহকর্মীদের যেকোন বিপদে সহায়তা করার অনুরোধ জানান। পুলিশ প্রধান বাংলাদেশি গৃহকর্মীদের সহায়তার আশ্বাস দেন এবং  বাংলাদেশী অভিবাসীদের কাজের প্রশংসা করেনI বিকেলে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী দাম্মামে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের সাথে মতবিনিময়  করেন এবং বাংলাদেশীদের বিভিন্ন সমস্যার কথা মন দিয়ে শোনেন এবং তাদের সকল সমস্যা সমাধান করবেন বলে নিশ্চিত করেন ।