১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪১
শিরোনাম:

সৌদিআরবে অবৈধ প্রবাসীদের থেকে টাকা আদায় করার দায়ে ৪ প্রবাসীকে গ্রেফতার

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি : সৌদিআরবের রাজধানী রিয়াদে অবৈধ প্রবাসীদের থেকে টাকা আদায় করা এবং তাদের থেকে টাকা নিয়ে দেশের বাইরে অবৈধ পন্থানুসরণ করে টাকা পাঠানোর অপরাধে ৪ জন প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদিআরব পুলিশ।

সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত রিয়াদ পুলিশ বিভাগ এর মুখপাত্র মেজর খালেদ আল-ক্রাইদিস জানান, গ্রেফতারকৃত প্রবাসীদের মধ্যে ২ জন ইজিপশিয়ান, ১ জন সুদানিজ, এবং একজন সিরিয়ান নাগরিক রয়েছে ।

তারা বিভিন্ন কৌশলে সৌদি আরবে অবস্থিত অবৈধ প্রবাসীদের নিকট হতে মোটা অংকের টাকা সংগ্রহ করতো এবং সেই টাকা সৌদি আরবের বাইরে অবৈধ উপায়ে পাঠানোর ব্যবস্থা করতো।

গ্রেফতারকৃতদের সঙ্গে সাথে থাকা ৩ লাখ ৪৯ হাজার ৭৪৭ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। রিয়াদ পুলিশ মুখপাত্র জানান, গ্রেফতারকৃতদের আইনের আওতাভুক্ত করা হহয়েছে, এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।