২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ২:৩৫
শিরোনাম:

সৌদিআরবে জাল পিসিআর সার্টিফিকেট বিক্রির অভিযোগে নারীসহ চার বাংলাদেশি গ্রেফতার

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি :সৌদিআরবের রাজধানী রিয়াদে করোনাভাইরাসের জন্য পিসিআর সার্টিফিকেট জাল করে বিক্রির অভিযোগে এক নারীসহ চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত রিয়াদ পুলিশের মুখপাত্র মেজর খালেদ আল-ক্রাইদিস জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কর্তৃপক্ষ অপরাধীদের গ্রেপ্তার করে, তখন তারা রিয়াদ পাড়ার একটি আবাসিক ইউনিটে অবৈধ বাণিজ্যে লিপ্ত ছিল।

বিক্রির জন্য প্রস্তুত জাল পিসিআর সার্টিফিকেট এবং জালিয়াতি প্রক্রিয়ায় ব্যবহৃত সরঞ্জামগুলি তাদের দখল থেকে জব্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাদেরকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত এক নারীসহ চার বাংলাদেশি নাগরিকের পরিচয় প্রকাশ করা হয়নি ।