২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৭
শিরোনাম:

তরুণের পেটে নোকিয়া মোবাইল

আন্তর্জাতিক ডেস্ক : আস্ত মোবাইল ফোন গিলে ফেলেছিলেন ৩৩ বছরের এক তরুণ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার করে পেট থেকে সেই ফোনটি বের করেন চিকিৎসকরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মিরর’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঘটনাটি ঘটেছে বলকান রাজ্যের কসোভোতে।

কসোভোর প্রিস্টিনা শহরের বাসিন্দা ৩৩ বছরের ওই তরুণ নোকিয়া-৩৩১০ মডেলের ফোনটি খেয়ে ফেলেছিলেন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

স্ক্যান করে চিকিৎসকরা দেখেন, সেই ফোনটি পেটে তিন ভাগ হয়ে গেছে। মোবাইলের ব্যাটারির ক্ষতিকর উপাদান শরীরে মিশে যাওয়ার ভয়ে দ্রুত অস্ত্রোপচার করা হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলে সেই অস্ত্রোপচার।

অস্ত্রোপচারের পর মেডিকেল টিমের প্রধান স্কেন্ডার তেলজাকু ফেসবুকে এক্স-রে প্লেটের ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, মোবাইল ফোনটি পেটে রয়েছে।

চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন বাশার আল আসাদ ≣ [১] ফিলিস্তিনিদের পক্ষ নেওয়ায় দুয়া, গিগি ও বেলার বিরুদ্ধে এনওয়াই টাইমসে পুরো পাতা জুড়ে ঘৃণাপূর্ণ বিজ্ঞাপন ≣ একের পর এক রেকর্ড গড়ছেন মেহজাবীন
চিকিৎসকরা জানিয়েছেন, পেটে তিন ভাগ হওয়া ফোনটির একটি অংশ ছিল ব্যাটারি, সবচেয়ে বেশি চিন্তার কারণ ছিল সেটি। কেননা যেকোনো সময় ব্যাটারির ক্ষতিকর পদার্থ শরীরে মিশে ক্ষতি করতে পারত।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পেটে অস্বস্তি নিয়ে ওই তরুণ নিজেই এসেছিলেন হাসপাতালে। কীভাবে মোবাইলটি তার পেটে গেল, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। বাংলানিউজ

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ