২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৭
শিরোনাম:

মাঠে নামছে চেন্নাই-মুম্বাই, সম্ভাব্য একাদশ

অপেক্ষা শেষে আবারও মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আজ রোববার (১৯ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতে চলতি আসরের দ্বিতীয় পর্বের পর্দা উঠছে।

এবারের ১৪তম আসরের ৩০তম ম্যাচে আজ রাত ৮টায় পাঁচবারের চ্যাম্পিয়ন রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে তিনবারের শিরোপাজয়ী মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

করোনাভাইরাসের কারণে ঘরের মাঠ ভারতে শুরু হওয়ার পর মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। তবে পরিস্থিতি পাল্টেছে অনেকটাই। আবারও শুরু হতে চলেছে বলে-ব্যাটের লড়াই। সেই সঙ্গে গ্যালারিতে ফিরছে দর্শকও।

এর আগে ভারতে দর্শকশূন্য গ্যালারিতে মাঠে গড়িয়েছিল এবারের আসর। সংযুক্ত আরব আমিরাতের করোনা পরিস্থিতি স্থিতিশীল থাকায় আশা করা যাচ্ছে প্রথম ম্যাচ থেকেই গ্যালারিতে দেখা যাবে দর্শকদের।

২০১৯ সালের পর আইপিএলের ম্যাচে প্রথমবারের মতো দর্শকদের দেখা যাবে। তবে কত শতাংশ দর্শক ফেরানো হবে তা নিশ্চিত করা হয়নি। আসর শুরুর আগে গত ১৬ সেপ্টেম্বর থেকে ম্যাচের টিকিট ছাড়া শুরু করে আয়োজকরা।

পয়েন্ট টেবিলে সবার ওপরে দিল্লি। ৮ ম্যাচে জিতেছে ৬টাতেই। ১ ম্যাচ কম খেলে সমান ১০ পয়েন্ট চেন্নাই আর ব্যাঙ্গালোরের। এরপরেই মুম্বাই। ফিজের রাজস্থান পাঁচে আর সাকিবের কলকাতার অবস্থান সাত নম্বরে। সব কিছু ঠিক থাকলে ১৫ অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হবে।

আজকের ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ

মুম্বাই ইন্ডিয়ান্স: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), সুর্যকুমার যাদব, ইশান কিষান, ক্রুনাল পান্ডিয়া, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, রাহুল চাহার/জয়ন্ত যাদব, নাথান কোল্টার নাইল/এডাম মিলান, জাসপ্রিত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট।

চেন্নাই সুপার কিংস : রুতুরাজ গাইকোয়ার্ড, মঈন আলী, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবিন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক ও অধিনায়ক), ডি জে ব্রাভো, শার্দুল ঠাকুর, লুঙ্গি এনগিদি/জশ হ্যাজলউড, ইমরান তাহির, দীপক চাহার।